Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বিস্তারিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রা, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক চত্বর থেকে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

প্রাকৃতিক পরিবেশের উপর চাপ কমিয়ে বিশ্বকে বসবাসের উপযোগী রাখতে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুন “বিশ্ব পরিবেশ দিবস” পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ছিল "প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়"।

আলোচনা সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করে বিকল্প পণ্য ব্যবহার করতে হবে। তিনি বাল্যবিবাহ নিরুৎসাহিত করা, ভালো কাজ করা, প্রতিবন্ধিতা রোধ করা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "প্রতিবন্ধিতা তৈরির অন্যতম একটি কারণ বাল্যবিবাহ, শারীরিক মানসিক সক্ষমতার অভাব, সচেতনতার অভাব।"

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, "জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশ সংক্রান্ত অসচেতনতার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।" তিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং বিকল্প হিসেবে কাচের বোতল, পাটের ব্যাগ, কাগজের ঠোঙ্গা ব্যবহারের উপর জোর দেন।

আলোচনা সভা শেষে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ দূষণের বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়, যাতে অপচনশীল প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং মানব জীবনের উপর এর প্রতিকারের বিষয়গুলো তুলে ধরা হয়।
ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
25/06/2025
আর্কাইভ তারিখ
17/12/2025