শুক্রবার (০৭ মার্চ, ২০২৫) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ফুলবাড়ি উপজেলায় অবস্থিত ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে খড়িবাড়িতে অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক ইটভাটার চিমনি ভাঙ্গাসহ ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
উক্ত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বদরুজ্জামান রিশাদ।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ ফায়ার সার্ভিস, স্থানীয় থানা পুলিশ, আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস