অদ্য মঙ্গলবার (০৮/০৭/২০২৫ খ্রি.) দুপুর ০৩.০০ ঘটিকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পরিচালিত অভিযানে একটি ট্রাক্টরকে নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রেখে রাস্তায় চলাচল করার জন্য বায়ুদূষণের অপরাধে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুসারে ১০০০ টাকা জরিমানা করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রুপচাঁদ এই মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন। এ সময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, পুলিশ বিভাগসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, "পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।"
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস