Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Operation of mobile courts in brickyards
Details

২৭/০২/২০২৪ খ্রি. তারিখে  পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ০২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মালভাঙ্গা,বল্লভপুর,নাগেশ্বরীতে অবস্থিত মেসার্স এম এইচ টি ব্রিকস নামক ইটভাটাকে ৫,০০,০০০ টাকা এবং নিলুরখামার,ব্যাপারিহাট,নাগেশ্বরীতে অবস্থিত মেসার্স ডি এ ব্রিকস নামক ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও  ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ৪,৫০,০০০ টাকা অর্থাৎ ইটভাটাদ্বয়ের মালিককে মোট ৯,৫০,০০০/-(নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।

Attachments
Publish Date
28/02/2024
Archieve Date
31/12/2030