অদ্য বুধবার (০৯/০৪/২০২৫ খ্রি.) বিকালে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরের টেক্সটাইল মিলস সংলগ্ন দারুস সালাম মসজিদের সামনে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ( বালি,ইট,খোয়া) যত্রতত্র অনাবৃত অবস্থায় ফেলে বায়ুদূষণসহ পথচারী ও যানবাহন চলাচলের অসুবিধা সৃষ্টি করায় বায়ুদূষণ (নিয়ন্ত্রন) বিধিমালা,২০২২ এর ১১ ধারা লঙ্ঘনের অপরাধে দুইজন ব্যক্তিকে মোট ৬,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং এ ধরণের কাজের জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরিফুল ইসলাম।
এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS