মোবাইল কোর্ট পরিচালনাঃ
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার করার দায়ে গত ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি.তারিখে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার খলিলগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনায় ০২ টি প্রতিষ্ঠানকে ৭,০০০/-(সাতহাজার) টাকা জরিমানাসহ ১৮ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
গত ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি.তারিখে রৌমারী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে নিয়মিত পরিচালিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে ০২ টি ভাটাকে মামলা দায়েরপূর্বক ১,০০,০০০/-(একলক্ষ) টাকা জরিমানা আদায় করাসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে গত ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি.তারিখে কুড়িগ্রাম সদরের নালিয়ারদোলায় অবস্থিত ০৪ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনাকালে সর্বমোট ১২,০০,০০০/-(বারো লক্ষ) টাকা জরিমানা আদায় করা সহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS