Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Operation of Mobile Court in Ulipur Upazila of Kurigram District on 01 March 2025 at Itbhata
Details

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমির মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫ (১) ধারা লঙ্ঘনের অপরাধে ১টি ইটভাটাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের  যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত উক্ত ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষিজমির মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অপরাধে উলিপুরের বাকারায় মধুপুরে অবস্থিত মেসার্স জে এম এইচ ব্রিকস নামক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও ভাটায় কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য এ সময় সতর্কও করা হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Attachments
Publish Date
01/03/2025
Archieve Date
31/12/2030