Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile court operation at Brickworks in Roumari Upazila of Kurigram District on 09 December 2024
Details

০৯/১২/২০২৪ খ্রি. তারিখে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে রৌমারী উপজেলায় অবস্থিত ০৩ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এসময় ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে রৌমারীর জন্তিরকান্দায় অবস্থিত এডিবি ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা এবং সায়েদাবাদ লালকুড়ায় অবস্থিত এমজিএস ব্রিকস ইটভাটার মালিককে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।এছাড়া সায়েদাবাদ লালকুড়ায় অবস্থিত আরএমজি ব্রিকস নামক অপর একটি ইটভাটার কাউকে পাওয়া না যাওয়ায় ভাটাটির আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের কাঁচা ইট বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব রাসেল দিও

Attachments
Publish Date
09/12/2024
Archieve Date
31/12/2030